শ্যামনগরের কাশিমাড়ীতে সাব ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত
শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের করনীয় বিষয়ে শ্যামনগরের কাশিমাড়ীতে সাব ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলার জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় অধ্যক্ষ আব্দুল ওয়াজেদ মিলনায়তনে উপাধ্যক্ষ মাওলানা আশরাফ হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজজামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মীনা হাবিবুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোবিন্দপুর এএইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ গাজী মো. সফিকুল ইসলাম, কাশিমাড়ী আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ এস.এম আব্দুল হাই, কাশিমাড়ী আদর্শ মহিলা আলীম মাদ্রাসার প্রধান শিক্ষক ইসহাক আলী, কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, শংকরকাটি সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আক্তারুজ্জামান, ঘোলা গাজী আব্দুল হামিদ মডেল একাডেমি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ আশরাফ হোসেন, শংকরকাটি খাদিজা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের আল আজাদ, বিশিষ্ট সমাজসেবক জয়নগরের পীরসাহেব মাওলানা নেছারউদ্দীন প্রমুখ।
এতে কাশিমাড়ী ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ের (স্কুল,কলেজ ও মাদ্রাসা) শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দেড় শতাধিক শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম।