বিমসটেক সদস্য দেশগুলোর সেমিনার ও সেনাবাহিনী প্রধান
ভারতের পুনেতে মাল্টিন্যাশনাল ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ (মাইলেক্স)-এ বিমসটেক সদস্য দেশসমূহের সেনাবাহিনী প্রধানদের অংশগ্রহণে আয়োজিত সেমিনারে অংশ নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, পসিবিলিটি অফ ব্রিয়েটিং ভায়াবেল রিজিওনাল সিকিউরিটি আর্কিটেকচার টু ডেল উইথ থ্রেটস- টেরোরিজম অ্যান্ড ট্টান্সন্যাশনাল ক্রাইম শীর্ষক সেমিনারে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বক্তব্যে রাখেন।
এ সময় সেনাবাহিনী প্রধান বাংলাদেশের প্রেক্ষাপটে উক্ত বিষয়বস্তুর ওপর তার বক্তব্য উপস্থাপন করেন।
বে অব বেঙ্গল ইনেশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকনোমিক কোঅপারেশন (বিমসটেক) এর মাইলেক্স ভারতের পুনেতে গত ১০ সেপ্টেম্বর শুরু হয়। ১৬ সেপ্টেম্বর এ অনুষ্ঠান শেষ হয়। সপ্তাহব্যাপী এ আয়োজনে বিমসটেকের সদস্য দেশ বাংলাদেশ, ভূটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলংকা এবং থাইল্যান্ডের সেনা কর্মকর্তারা যোগ দেন।
Please follow and like us: