বিদ্যুৎ উৎপাদনে নতুনভাবে রেকর্ড
দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড গড়েছে সরকার। সোমবার সন্ধ্যা ৭টায় ১১ হাজার ৫৩৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে।
এর আগে সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড তৈরি হয়েছিল গত ১৮ জুলাই। সেদিন উৎপাদিত হয়েছিল ১১ হাজার ৩৮৭ মেগাওয়াট বিদ্যুৎ।
পিডিবি জানিয়েছে, গতকাল বিদ্যুৎ উৎপাদনের এই লক্ষ্যমাত্রা অর্জনে সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহ করা লেগেছে। একই সঙ্গে তেলচালিত সব কেন্দ্রও চালু রাখতে হয়েছে।
সাইফুল হাসান চৌধুরীর ভাষ্য, সোমবার সন্ধ্যায় দেশে যত মেগাওয়াট বিদ্যুতের চাহিদা ছিল তত মেগাওয়াট বিদ্যুতই উৎপাদিত হয়েছে। এজন্য কোথাও কোনও লোডশেডিং হয়নি।
গত বছর উৎপাদিত বিদ্যুতের সর্বোচ্চ পরিমাণ ছিল ৯ হাজার ৭০৫ মেগাওয়াট।
Please follow and like us: