তালা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা রাজলক্ষ্মী দেবনাথ
তালা উপজেলার ৬২নং গংগারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রাজলক্ষ্মী রানী দেবনাথ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। শিক্ষা খাতে অসামান্য অবদানের রাখায় জাতীয় শিক্ষা পদক ২০১৮-এ শ্রেষ্ঠ শিক্ষিকা রাজলক্ষ্মী রানী দেবনাথ ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ থেকে গণিতে (অনার্স) সহ মাস্টার্স ডিগ্রি লাভ করেন। দুই সন্তানের জননী রাজলক্ষ্মী দেবনাথ ২০০৩ সালে সহকারি শিক্ষিকা হিসাবে যোগদান করেন। দীর্ঘ ১৫ বছর শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ে সুষ্ঠু শিক্ষাব্যবস্থা,শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষায় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজলক্ষ্মী রানী। এছাড়াও তিনি ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলগামী করতে এবং গরীব অসহায় শিক্ষার্থীদের ব্যক্তিগত তহবিল থেকে শিক্ষা উপকরণ সরবরাহ করে থাকেন। শিক্ষকতা ছাড়াও তিনি বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের লালনগীতির নিয়মিত শিল্পী। তিনি ১৯৯৯ সাল থেকে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে নিয়মিত লালনগীতি পরিবেশন করে আসছেন।
তালা উপজেলা শিক্ষা অফিসার মোঃ অহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।