শাহজালালে কোটি টাকার বিদেশি ওষুধসহ আটক ১
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমদানি নিয়ন্ত্রিত প্রায় এক কোটি টাকার ওষুধসহ যাত্রী মো. জামালকে আটক করা হয়েছে।
সোমবার সকাল ৬টায় শাহজালালে অভিযান চালিয়ে তাকে আটক করে শুল্ক গোয়েন্দারা। এ সময় ডুফাস্টন, মিক্সটার্ড, নিওরাল ও নোভোর্যাপিড সহ মোট পাঁচ ধরনের ৩১,২৫০ পিস ওষুধ উদ্ধার করা হয়। এসব ওষুধ ডায়বেটিস, হাঁড়ের ক্ষয় জনিত রোগ ও বন্ধ্যাত্ব চিকিৎসায় ব্যবহৃত হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।আটক জামাল মিশর থেকে ভোর ৫টায় একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে।
এ সময় তিনি ৪নং বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল দ্রুত অতিক্রম করে চলে যাওয়ার চেষ্টা করলে তার গতিরোধ করা হয়। পরে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার সঙ্গে থাকা লাগেজ দুইটি খুলে ওষুধগুলো উদ্ধার করা হয়। এসব ওষুধের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।
আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হযেছে বলেও জানান তিনি।
ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমতি ব্যতিরেকে বিদেশি ওষুধ আমদানি করা যায় না।