কলারোয়ায় পুলিশে চাকুরী দেওয়ার নামে ২লাখ ৫৫হাজার টাকা নিয়ে চম্পট দিলো প্রতারক
কলারোয়া পুলিশে চাকুরী দেওয়ার নাম করে এক কৃষকের কাছ থেকে ২লাখ ৫৫হাজার টাকা নিয়ে চম্পট দিলো এক প্রতারক। ঘটনাটি ঘটেছে-উপজেলার চন্দনপুর ইউনিয়নের রয়ারডাঙ্গা গ্রামে। সোমবার বিকালে লিখিত অভিযোগ ও ক্ষতিগ্রস্ত কৃষক কুদ্দুস আলী জানায়- উপজেলার বয়ারডাঙ্গা গ্রামের দীন মুজর কুদ্দুছ আলীর ছেলে আবু জাহিদকে পুলিশে চাকুরী দেওয়ার নাম করে প্রতারক একই ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত জিওর গাজীর ছেলে তরিকুল গত দুই মাস পূর্বে ৫কিস্তিতে ০১৭৬৬৩৫১০১০, ০১৭০৫৩২৫২৫৬ দুটি বিকাশ নাম্বারে ২লাখ ৫৫হাজার টাকা গ্রহণ করে। এর পরে তার ছেলেকে চাকুরী না দিয়ে বিভিন্ন ভাবে তালবাহানা শুরু করে। এক পর্যায়ে সে আরো ২০হাজার টাকা দাবি করে। এই টাকা দিতে না পারায় প্রতারক নিরহ কুদ্দুস আলীকে-০১৭২০২৩৪৮৮৪, ০১৮৭৫০৬১১৫২, ০১৯৯৩৭২৩৬৮৮ নাম্বারে ফোন করে পুলিশ পরিচয়ে হুমকি দিচ্ছে। এই হুমকিতে তিনি জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছেন। এ ঘটনায় তিনি জীবনের নিরাপত্তার দাবীতে ও টাকা উদ্ধারের জন্য কলারোয়া লিখিত ভাবে একটি অভিযোগ দায়ের করেছেন।