আশাশুনিতে ওয়ার্ল্ড ভিশনের সাথে যৌথ সমঝোতা স্বাক্ষর
আশাশুনিতে যৌথ পরিকল্পনা প্রণয়নে সমঝোতা চুক্তি স্বাক্ষর পিএফএ#৪ সম্পাদন করা হয়েছে। সোমবার সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আশাশুনি এপি অফিস মিলনায়তনে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গ্রাম উন্নয়ন কমিটি, এনজিও কারিতাস, মৌমাছি, ক্যাথলিক মিশন, কাদাকাটি গোলাপ সিবিও ও ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধিদের অংশ গ্রহণে আয়োজিত চুক্তি সম্পাদন অনুষ্ঠানে আলোচনা রাখেন, এপিসি ম্যানেজার মেথিল্ডা মেন্ডেস, কারিতাস উপজেলা ইনচার্জ উত্তম ভট্টাচার্য, বড়দল ক্যাথলিক মিশনের ফাদার নিকোলাস মন্ডল, মৌমাছি এনজিও নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক, আশাশুনি প্রেসক্লাব সভাপিত জি এম মুজিবুর রহমান, কাদাকাটি গোলাপ সিবিও সভানেত্রী তাপসী অধিকারী প্রমুখ। সমন্বয়কারী ছিলেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মানিক হালদার। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের সাথে কারিতাস, মৌমাছি, ক্যাথলিক মিশন, কাদাকাটি গোলাপ সিবিও এবং ১০টি গ্রাম উন্নয়ন কমিটির মধ্যে মা ও শিশু পুষ্টি, বিশুদ্ধ পানি, অর্থনৈতিক উন্নয়ন, শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে ২০২০ সাল পর্যন্ত ৩ বছর মেয়াদী সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়।