নিউইয়র্ক থেকে লন্ডনে মির্জা ফখরুল
জাতিসংঘের সহকারী মহাসচিবের সঙ্গে মিটিং শেষ করে যুক্তরাষ্ট্র থেকে ইংল্যান্ডে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার স্থানীয় সময় (যুক্তরাজ্য) সকাল পৌনে ৮টায় লন্ডনে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সেখানে পৌঁছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি। তার সঙ্গে রয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক হুমায়ুন কবীর ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।
লন্ডন থেকে আজ দেশে ফেরার কথা রয়েছে মির্জা ফখরুলের। দলীয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
সূত্র আরো জানায়, লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি আন্দোলন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে।
দলের সাংগঠনিক অবস্থার পাশাপাশি জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল মিরোস্লাভ জেনকার এবং মার্কিন পররাষ্ট্র দফতরের কর্মকর্তাদের বৈঠকের বিষয়টিও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবহিত করবেন বিএনপি মহাসচিব।