স্বামীর ১৩ নম্বর স্ত্রী অহনা!
মহাব্বত হাওলাদার। এর আগে ১২ বার বিয়ে করেছেন। তবে এখানেই ইতি না টেনে আরো বিয়ে করতে চান তিনি। আর অদ্ভুদভাবেই যেন সেই ১৩ নম্বর বিয়েটা হয়ে গেলো। নাতির জন্য পাত্রী দেখতে গিয়ে নিজেই বিয়ে করে বসলেন লাকি নামের পাত্রীকে।
হ্যাঁ, এমনি এক গল্প নিয়ে আসছে নতুন ধারাবাহিক ‘লাকি থার্টিন’। এ নাটকে মহাব্বত হাওলাদার চরিত্রে অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী এবং লাকি চরিত্রে অভিনয় করেছেন অহনা রহমান।
ছন ফরিদুল হাসানের পরিচালিত ‘লাকি থার্টিন’ ধারাবাহিকটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে বলে জানা গেছে। এতে আরো অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, সাজু খাদেম, হুমায়রা হিমু, ফারজানা ছবি, সিদ্দিকুর রহমান প্রমুখ।
Please follow and like us: