মুক্তি পেয়েছে ‘২.০’এর টিজার, ভাঙছে রেকর্ড
অবশেষে মুক্তি পেলো রজনীকান্ত অভিনীত ছবি ‘২.০’ এর টিজার। চলতি বছরের নভেম্বরে ছবিটি মুক্তি পাবে। এটি ২০১০ সালের মুক্তিপ্রাপ্ত ‘রোবট’ ছবির সিকুয়েল।
তবে ছবিটি মুক্তির আগেই রেকর্ডে ভরপুর ‘বাহুবলী’র সব রেকর্ড ভাঙতে শুরু করেছে। টিজার রিলিজের আগেই ‘২.০’ সিনেমাটি ভিএফএক্সের খরচের দিক থেকে ‘বাহুবলী’কে পেছনে ফেলেছে।
পরিচালক শঙ্কর ও তার টিম মিলে পৃথিবীর প্রায় ১০০টিরও বেশ স্টুডিওতে ‘২.০’র ভিএফএক্সের (ভিজুয়াল ইফেক্ট) কাজ করেছেন। এতে ব্যয় হয়েছে প্রায় ৫৪০ কোটি রুপি। আর এই খরচ ‘বাহুবলী’র চেয়ে অনেক বেশি। সিনেমাটির ভিএফএক্স সুপারভাইজ করেছেন রাজু মাহালাইনগ্রাম। যিনি ‘বাহুবলী’র সুপারভাইজার হিসেবে কাজ করেছিলেন।
‘২.০’তে অক্ষয় কুমার কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন। এই সিনেমার মধ্য দিয়ে তামিল ইন্ডাস্ট্রিতে তার অভিষেক ঘটেছে। এতে আরো অভিনয় করেছেন অ্যামি জ্যাকসন।
Please follow and like us: