দ্রুত সম্পদ বৃদ্ধির তালিকার শীর্ষে বাংলাদেশ
চীন-যুক্তরাষ্ট্রসহ দশটি দেশকে পেছনে ফেলে দ্রুত সম্পদ বৃদ্ধির তালিকার শীর্ষস্থান দখল করে নিয়েছে বাংলাদেশের ধনীরা। সম্প্রতি ওয়েলথএক্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
যুক্তরাজ্য ভিত্তিক সম্পদ গবেষণা বিষয়ক এ প্রতিষ্ঠানটি বলছে, বাংলাদেশ গত পাঁচ বছরে ধনীদের সম্পদ বৃদ্ধির বিবেচনার শীর্ষে রয়েছে। এ তালিকায় ভারত ও হংকংও রয়েছে। উল্লেখিত দেশের ধনীদের সম্পদের পরিমাণ দ্রুত বাড়লেও তার চেয়ে বাংলাদেশি ধনীদের সম্পদ বেড়েছে তার চেয়েও বহুগুণ দ্রুতগতিতে।
ওয়েলথএক্সের গেল সপ্তাহে প্রকাশিত ‘ওয়ার্ল্ড আলট্রা ওয়েলথ রিপোর্ট ২০১৮’ বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশে ধনকুবেরদের সামগ্রিক সম্পদের বার্ষিক প্রবৃদ্ধি ১৭ দশমিক ৩ শতাংশ।
গবেষণা প্রতিষ্ঠানটি ‘ওয়েলথ অ্যান্ড ইনভেস্টেবল অ্যাসেটস মডেল’ প্রতিবেদনটি তৈরি করেছে। বৈশ্বিকভাবে সম্পদের এ ধরনের বিশ্লেষণ ছাড়াও শীর্ষ ৭৫টি অর্থনীতির দেশে সম্পদের ব্যপ্তি ও প্রবৃদ্ধি ওয়েলথএক্সের গবেষণার বিষয়বস্তু।
এ প্রতিবেদনে বাংলাদেশের পরই স্থান করে নিয়েছে চীন। দেশটিতে ধনীদের সম্পদ বৃদ্ধির বার্ষিক হার ১৩ দশমিক ৪ শতাংশ।