তালায় জাতীয় পার্টি অঙ্গ সহযোগী সংগঠনের কর্মী সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত
তালায় জাতীয় পার্টির যৌথ সভায় সৈয়দ দিদার বখ্ত প্রধান অতিথির বক্তব্যে বলেছেন তিনি মন্ত্রী থাকাকালে দক্ষিণপশ্চিম অবহেলিত অ লের মানুষের ভাগ্য উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করায় জনগণের পরিক্ষিত সৈনিক হিসাবে আগত সংসদ নির্বাচনে তাকে লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারেন সেজন্য জনগণের প্রতি আহ্বান জানান।
ইসলামকাটী ইউনিয়ন জাতীয় পটির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে ও জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ,উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চুর পরিচালনা অনুষ্টিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির তালা উপজেলা সভাপতি সাংবাদিক এস, এম, নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এস, এম, আলাউদ্দিন, সেখ সিরাজুল ইসলাম, মোঃ আবুল বাশার, মোঃ নুরুল ইসলাম মোল্যা মোঃ হানেফ আলী সরদার, মোঃ হারুন মোড়ল, জাতীয় ছাত্র সমাজের তালা উপজেলা সভাপতি মোঃ নজরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী সরদার প্রমুখ। সভায় সর্ব সম্মতিক্রমে মোঃ আবুল কাশেম সভাপতি ,শিক্ষক মোঃ আব্দুস সাত্তার সাধারণ সম্পাদক, মোঃ ইমরান হোসেন বাবু কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য জাতীয় পার্টির, মোঃ মাসুদ রানা সভাপতি, মোঃ মাহমুদুল হাসান সাধারণ সম্পাদক, মোঃ সুমন বিশ্বাস কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জাতীয় ছাত্র সমাজের, মোঃ মনজু রহমান মোড়ল সভাপতি, মোঃ বিল্লাল হোসেন খান সাধারণ সম্পাদক, মোঃ ইকবল হোসেন সরদার কে সাংগঠনিক সম্পাদক করে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির, মোঃ আবুল কালাম আজাদ সভাপতি, মোঃ কামাল বিশ্বাস সাধারণ সম্পাদক করে জাতীয় শ্রমিকপাটির ইউনিয়ন কমিটি গঠন করা হয়।