ঢাবির গ-ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা। মোট ৫৪টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলবে এ পরীক্ষা।
এ বছর প্রতি আসনের বিপরীতে লড়বে ২১ জন শিক্ষার্থী। গ-ইউনিটে ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে ভর্তি ইচ্ছুক আবেদনকারীর সংখ্যা ২৬ হাজার ৯৬০ জন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জালিয়াতি রোধে পরীক্ষার হলে মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায় এমন কোনো ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।
এছাড়াও পরীক্ষা চলাকালীন ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবেন। কোনো ধরনের অপতৎপরতা রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনও সজাগ দৃষ্টি রাখবে।
Please follow and like us: