কলারোয়ার আ.লীগের সম্পাদকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ সমাবেশ

কলারোয়ার দেয়াড়ায় ইউনিয়ন পরিষদের সদস্য ও ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদের এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার দেয়াড়ার নতুন বাজার আ.লীগ আফিসের সামনে এ প্রতিবাদ সমাবেশ করে দেয়াড়ার ৭ ও ৮নং ওয়ার্ড আ.লীগ নেতৃবৃন্দ। সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন-দেয়াড়া ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আইউব হোসেন, ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শহিদুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন-আ.লীগনেতা মেম্বার আব্দুর রশিদ, ফজলুল হক, নজিবুর রহমান, মদুত হোসেন, মশিয়ার রহমান, মিল্টুন, রুবেল, জিয়ার রহমানসহ শত শত নেতাকর্মী। প্রতিবাদ সভাটি পরিচালনা করেন- সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাসানুর রহমান। উল্লেখ্য-গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে রিপন, লাল্টু, বিপুল, জাহাঙ্গীর সহ ৭/৮ জন ব্যক্তি দলবন্ধ হয়ে পাকুড়িয়া কেমর দোকানের সামনে ইউপি সদস্য ও ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পদক শহিদুল ইসলামের উপর হামলা করে। এদিকে শুক্রবার রাতে দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি মাহবুবর রহমান মফে বলেন-ফুটবল খেলাকে কেন্দ্র করে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে। তিনি এঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন। এবিষয়ে দেয়াড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন-তিনি এ হামলার ঘটনার বিষয় কিছুই জানেন। পরে লোক মুখে শুনেছেন মারামারি হয়েছে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)