আশাশুনিতে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আহবায়ক কমিটি ঘোষণা
আশাশুনি উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি গাজী মোঃ উজ্জ্বল হোসেন ও সাধারণ সম্পাদক শেখ রাজিব হোসেন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে একমিটি ঘোষণা দেওয়া হয়।
ঢালী মোঃ মুরশিদ আলমকে আহবায়ক, মোঃ পারভেজ আজাদ রাজু, এম এম কবিরুজ্জামান, মোঃ মফিজুল ইসলাম ও দীপঙ্কর বিশ্বাসকে যুগ্ম-আহবায়ক এবং রইচ উদ্দীন, নূরুজ্জামান মিলন, শেখ মিজানুর রহমান, আক্তারুজ্জামান আক্তার, উজ্জল হোসেন, বাপ্পা সরদার, অহিদুল গাজী ও ইব্রাহীম হোসেনকে সদস্য করে ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির মিয়াদ তিন মাস। নবগঠিত কমিটি বৃহস্পতিবার পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার দেবনাথ, উপজেলা যুবলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, শ্রমিকলীগের আহবায়ক ঢালী মোঃ সামছুল আলম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস এম সাহেব আলী ও বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি আলমগীর হোসেন, সেক্রেটারী আবুল কাশেমের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে।