সাতক্ষীরায় ৭০ বোতল ফেনসিডিল সহ দুই মাদক চোরাকারবারি গ্রেফতার
ভারত থেকে চোরাপথে পাচার হওয়া ফেনসিডিলসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ।বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরা শহরের বাঁকাল এলাকায় একটি ভ্যানে করে এই ফেনসিডিল আনা হচ্ছিল।
গ্রেফতারকৃতরা হলো , কেশবপুর উপজেলার আওয়ালগাতির আবদুল খালেক সাজু ও সাতক্ষীরার নলকুড়ার মো. আজমীর হোসেন।
জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক রিয়াদুল ইসলাম জানান গোপন সূত্রে খবর পেয়ে তিনি পুলিশের একটি দল নিয়ে বাঁকালে অবস্থান নেন। পরে ভ্যানের যাত্রীবেশী দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তাদের ব্যাগে থাকা ৭০ বোতল ফেনসিডিল বের করে দেয়। এ ঘটনায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
Please follow and like us: