বেনাপোল শিকড়ি বটতলা সীমান্ত থেকে ৬৩ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার
বেনাপোল শিকড়ি বটতলা সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার এসব মালামালের মূল্য ৬৩ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। বেনাপোল বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আমজাদ হোসাইন জানান, চোরাকারবারিরা বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য গাতিপাড়া সীমান্ত পার করে বেনাপোলের শিকড়ী গ্রামে অবস্থান করছে এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়।
এ সময় চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।
পরে সেখান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ওষুধ,কসমেটিক্স, ও আতশবাজি উদ্ধার করা হয়। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, উদ্ধারকৃত মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।