কুখ্যাত চোর ইমরোজ গ্রেপ্তার: এলাকায় স্বস্তির নিশ্বাস
দেবহাটায় কুখ্যাত চোর ইমরুল ইসলাম ইমরোজ গ্রেপ্তার হয়েছে। সে কোঁড়া গ্রামের এছাক গাজীর ছেলে। বুধবার সন্ধ্যায় পাঁকড়াতলা মোড় নামক স্থান থেকে তাকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে চুরির মামলায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য যে, পুলিশের ভয়দেখিয়ে চাঁদাবাজি, দালালি, মানুষকে হয়রানির এবং ৪বস্থা ভারতীয় ঔষধের ২ বস্তা আত্মসাত করার বিষয়ে সংবাদ প্রকাশ হয়। এমনকি সে বিভিন্ন স্থান থেকে চোর এনে উপজেলার কয়েকটি স্থানে চুরি সংঘটিত করায় এলাকায় চুরি প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এঘটনায় পুলিশ তদন্ত শেষে চোর ইমরোজকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এদিকে, ইমরোজ আটকের পর এলাকায় মানুষের মাঝে স্বস্থি ফিরে এসেছে। এমনকি সুশীল সমাজের পক্ষ থেকে থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে। দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলী জানান, চুরিসহ কয়েকটি অভিযোগে ইমরুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে ১৩.৯.২০১৮ তারিখের দায়েরকৃত মামলা নং- ০৬।