সাতক্ষীরায় পুলিশের অভিযানে অস্ত্র,মাদক উদ্ধার: জামায়াত-বিএনপির নেতা কর্মীসহ আটক-৫৬
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার ও ৩ মাদক ব্যবসায়ী,জামাত-বিএনপির নেতাকর্মী সহ ৫৬ জনকে আটক করেছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উদ্ধার করা হয়েছে,২ টি দেশীয় রিভলবার,২০ পিস ইয়াবা ও ১৩ বোতল ফেন্সিডিল। এর মধ্যে কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউপিযুবদল সেক্রেটারী আনারুল ইসলাম (৩২), দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বিএনপির সহ-সভাপতি মোকাদ্দেসআলি (৩০) ও ১জন জামায়াতকর্মীসহ ৫৬ জন আটক হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক,নাশকতা ও অস্ত্র আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
আটককৃতদের মধ্যে,সাতক্ষীরা সদর থানা থেকে ১৫ জন,কলারোয়া থানা থেকে ৭ জন,তালা থানা ৪ জন,কালিগঞ্জ থানা ৭ জন,শ্যামনগর থানা ৯ জন,আশাশুনি থানা ৬ জন,দেবহাটা থানা ২ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র, নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।