সাতক্ষীরায় তিন দিন ব্যাপী ফ্রি হেলথ চেক আপের উদ্বোধন
সাতক্ষীরায় তিন দিন ব্যাপী ফ্রি হেলথ চেক আপের উদ্বোধন করা হয়েছে। র্যাংগস- আইশারের একটি সামাজিক উদ্যোগে বুধবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে সাজিদ এন্টার প্রাইজের সামনে উক্ত হেলথ চেকআপটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি হেলথ চেক আপের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন, সাতক্ষীরার সিভিল সার্জন ডা. তাওহিদুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা বি.আর টি এর উপ-পরিচালক প্রকৌশলী তানভির আহমেদ, আইশার প্রতিনিধি ও আইশার ডেপুটি জেনারেল ম্যানেজার কার্ত্তিক সাহা, সাজিদ এন্টার প্রাইজের সত্ত্বাধিকারী শফিউল্লাহ মনি, শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাদের কাদু প্রমুখ।
এ সময় সেখানে র্যাংগস-আইশার কোম্পানির ট্রাকের ফ্রি সার্ভিসিংসহ ট্রাক চালক ও হেলপারদের পরিবারের ফ্রি হেলথ চেক অপ করানো হয়। যা আজ বুধবার ১২ সেপ্টেম্বর থেকে চলবে ১৪ সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত।