শেখ জাহাঙ্গীর তালা ইউনিয়নের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত
শিক্ষা খাতে অসামান্য অবদানের রাখায় জাতীয় শিক্ষা পদক ২০১৮ উপলক্ষে তালা বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মোঃ জাহাঙ্গীর ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। শেখ মোঃ জাহাঙ্গীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞান বিভাগে বি.এস.এস (অনার্স)সহ এম.এস.এস ডিগ্রি লাভ করেন। তিনি ইংরেজি বিষয়ের মাষ্টার ট্রেইনার এবং বাংলা ও ইংরেজির খুলনা বিভাগের জনপ্রিয় ক্রীড়া ধারা ভাষ্যকর। এছাড়া তিনি উপজেলা ও জেলা পর্যায়ের জাতীয় দিবস ও আন্তর্জাতিক দিবসের জনপ্রিয় উপস্থাপক। শিক্ষকতা পেশায় নিবেদিত প্রাণ শেখ মোঃ জাহাঙ্গীর তালা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য, তালা বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ত্রৈমাসিক দেয়াল পত্রিকা “সবুজ পত্র” এর প্রতিষ্ঠাতা সম্পাদক এবং বিদ্যালয় ডিবেডিং ক্লাব ও ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, ২০১৭ সালেও তিনি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
তালা উপজেলা শিক্ষা অফিসার মোঃ অহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।