নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ নলতা শরীফে পীরে-কামেল অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের সহকারী পরিচালক,বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, সুফি-সাধক, জ্ঞান তাপস, অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার অধিকারী, পীরে কামেল হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর প্রথম কর্মস্থল রাজশাহী কলেজিয়েট স্কুল ও রাজশাহী থেকে আগত বিশিষ্ট গুণীজন ও তাদের স্বজনরা নলতা পাক রওজা শরীফ জিয়ারত এবং পরিদর্শন উপলক্ষে গতকাল ১২ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ৮টা হতে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় ও পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ্ব মৌলভী আনছার উদ্দিন আহমদ’র বিশেষ দিক নির্দেশনায় মিশনের ৩য় তলায় বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ সেলিমউল্লাহ’র সভাপতিত্বে মিশনের নির্বাহী সদস্য আলহাজ্ব আবুল ফজল শিক্ষকের সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের যুগ্ম-সম্পাদক আলহাজ্ব মো. সাইদুর রহমান শিক্ষক। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. নুর জাহান বেগম (অধ্যক্ষ, রাজশাহী কলেজিয়েট স্কুল), প্রফেসর ড. তসিকুল ইসলাম রাজা (গবেষক ও সাহিত্যিক, রাজশাহী), প্রফেসর রুহুল আমিন প্রামাণিক (গবেষক ও সাহিত্যিক, রাজশাহী), ড. মো. গোলাম মাওলা (অধ্যক্ষ, পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ, রাজশাহী), ছুফীজম সম্পর্কে আলোচনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মো. আবু সাঈদ রংপুরী, খানবাহাদুর আহ্ছানউল্লা ও রাজশাহী প্রসঙ্গে আলোচনা রাখেন প্রভাষক মো. মনিরুল ইসলাম (গবেষক, খানবাহাদুর আহ্ছানউল্লা ইন্সটিটিউট), আলহাজ্জ রাশেদ আহমেদ চৌধুরী (চট্রগ্রাম আহ্ছানিয়া মিশন) এবং আহ্ছানিয়া মিশন সম্পর্কে আলোচনা রাখেন এহছানুল হক । আরো উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. আব্দুল মজিদ, মিশনের কর্মকর্তা আলহাজ্জ মোহাম্মদ ইউনুস, আলহাজ্জ ডা. আকবর হোসেন, মো. শফিকুল আনোয়ার রঞ্জু, আলহাজ্জ মো. এনামুল হক খোকন, মো. আনছার আলী, মো. শফিকুল হুদা, মো. খায়রুল হাসান. আলহাজ্জ মো. মুজিবর রহমান, মো. আনোয়ারুল হক সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, নলতা ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্জ মো. আনিছুজ্জামান খোকন, সখিপুর সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের প্রভাষক মো. মনিরুজ্জামান মহসিন, হাফেজ মো. হাবিবুর রহমান. প্রভাষক আহ্ছান রউফ চান্দু, দৈনিক দৃষ্টিপাতের নলতা প্রতিনিধি ও কালিগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে আগত অতিথিবৃন্দ। সভায় আগত অতিথিবৃন্দ বক্তব্যকালে- পীর কেবলা হজরত খানবাহাদুর আহ্ছানউল্ল (র.) প্রথম যে রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ছিলেন সেই স্কুলে বর্তমানে অনুদোন পাওয়া ৬ তলা বিশিষ্ট নতুন ভবনটি হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর নামে নামকরণের ঘোষণা দেন বর্তমান প্রধান শিক্ষিকা। বক্তাগণ আরো বলেন- নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের একান্ত সহযোগিতায় পীর কেবলার আদর্শ বিস্তারে এখান থেকে ফিরে রাজশাহীতে আহ্ছানিয়া মিশন চালু করা, বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েদের মাঝে বিশিষ্ট শিক্ষাবিদ ও পীর কেবলার বিষয়ে জ্ঞান লাভের জন্য সম্মলিত প্রচেষ্টায় পাঠ্যসূচীতে তাঁর জাবনাদর্শ অন্তর্ভুক্তিকরণ সহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পক্ষ থেকে আতিথেয়তা, মার্জিত ব্যবহার, তাদের মূল্যায়ন সহ সার্বিক বিষয়ে অভিভূত হওয়ার কথা ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ হাফেজ মো. শামছুল হুদা। সবশেষে হিজরি নববর্ষ ও সার্বিক বিষয়ের উপর দোয়া পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা মো. আবু সাঈদ।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)