তৃতীয় বারের মত আইজিপি ব্যাচ পাওয়ায় শ্যামল কুমার মুখার্জীকে দৈনিক সাতক্ষীরা পরিবার ও তালা প্রেসক্লাবের শুভেচ্ছো
টানা তৃতীয় বার আইজিপি ব্যাজ পেয়েছেন তালার কৃতি সন্তান বর্তমান ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (অর্থ) শ্যামল কুমার মুখার্জী। বুধবার বেলা ২টায় রাজারবাগ পুলিশ লাইনে আইজিপি ব্যাজ পরিয়ে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক। একই সাথে একটি প্রশংসাপত্র প্রদান করা হয়।ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (অর্থ) শ্যামল কুমার মুখার্জী সাতক্ষীরার তালার মাগুরা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের স্বর্গীয় দিলীপ মুখার্জীর ছেলে। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অর্থ) হিসেবে কর্মরত রয়েছেন।
এর আগে ২০১৫ সালের ১৫ জানুয়ারি ঢাকার জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্বপালন কালে ঢাকা জেলার শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তা হিসেবে মনোনীত হন। ২০১৫ সালের ২১ জুন নাটোরের পুলিশ সুপার থাকাকালীন সময়ে গুরুদাসপুরে সাম্প্রদায়িক দাঙ্গা রুখে দেওয়ার জন্য আইজিপি ব্যাচ পেয়েছিলেন। ২০১৬ সালে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ দ্বিতীয় বার আইজিপি ব্যাজের জন্য মনোনীত হন। ২০১৭ সালেও তিনি ভালো কাজের স্বীকৃতির জন্য টানা তৃতীয় বারের মত আইজিপি ব্যাজ পেলেন।তাঁর এই টানা তৃতীয় বারের মত আইজিপি ব্যাচ পাওয়ায় তালা প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন ।বিবৃতি দাতারা হলেন, দৈনিক সাতক্ষীরা পত্রিকার সম্পাদক বরুণ ব্যানার্জী, স্টাফ রিপোর্টার জি এম কামরুজ্জামান ,পলাশ মন্ডল ,পিন্টু মন্ডল ,ভ্রাম্যমাণ প্রতিনিধি সাংবাদিক এম.ডি আরাফাত আলী , তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলাম, সি: সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর হাসান,সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ,যুগ্ন-সাধারণ সম্পাদক এম এ মান্নান,কোষাধ্যক্ষ সৈয়দ জুনায়েদ আকবর,সাংগঠনিক সম্পাদক বাবলুর রহমান,দপ্তর সম্পাদক শেখ ইমরান হোসেন,যুগ্ন -দপ্তর সম্পাদক এস এম হাসান আলী বাচ্চু,প্রচার সম্পাদক খান নাজমুল হুসাইন,সি:সদস্য আব্দুল আলীম,এস এম লিয়াকত হোসেন,এস এম আকরামুল ইসলাম, কার্যকারী সদস্য আব্দুল মজিদ,বাহারুল ইসলাম,বাহারুল মোড়ল,সাধারণ সদস্য রুহুল আমিন,সোহাগ হোসেন,হাফিজুর রহমানসহ সকল কর্মকর্তাবৃন্দ।