তালা সদর ইউনিয়নকে হারিয়ে খলিলনগর ইউনিয়ন চ্যাম্পীয়ন
টূর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাস, তালা থানার ওসি মো. মেহেদী রাসেল, তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. এনামুল ইসলাম, শালিখা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ওবায়েদুল হক হাওলাদার, ক্রীড়া সংগঠক ও টূর্নামেন্ট পরিচালনা কমিটির নেতা মীর হারুন-অর-রশিদ পুকার, সৈয়দ জুনায়েত আকবর, কাজী মারুফ, আব্দুল জব্বার, সরদার মশিয়ার রহমান ও সাংবাদিক জুলফিকার রায়হান সহ হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।
টূর্নামেন্টের সমাপনী দিনে তালার খলিলনগর ইউনিয়ন ও তালা সদর ইউনিয়ন একাদশ এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায়, শেখ তুহিন এর দৃষ্টিনন্দন একমাত্র গোলে খলিলনগর ইউনিয়ন একাদশ ১-০ গোল ব্যবধানে তালা সদর ইউনিয়ন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অফ দ্যা টূর্নামেন্ট নির্বাচিত হন খলিলনগর ইউনিয়নের মো. রুহুল আমীন। সর্বচ্চো গোলদাতা নির্বাচিত হন যৌথভাবে খলিলনগর ইউনিয়ন একাদশের ইয়াকুব বিশ্বাস ও খেশরা ইউনিয়ন একাদশের মুন্না পারভেজ। খেলাটির ধারাভাষ্য প্রদান করেন, জনপ্রিয় শিক্ষক শেখ মো. জাহাঙ্গীর।
##