আশাশুনির নড়েরাবাদে চাষী মাঠ দিবস অনুষ্ঠিত
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের নড়েরাবাদে চাষী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে নড়েরাবাদ গ্রামের পূর্ব পাড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উইনরক ইন্টারন্যাশনাল ও টিএমএসএস এর আয়োজনে সেফটি প্রজেক্টের আওতায় আয়োজিত মাঠ দিবসে সেফটি প্রজেক্টের ২৫ জন ও অন্য চাষী ৮০ জন অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতানা। প্রধান অতিথি ছিলেন টিএমএসএস প্রজেক্ট ম্যানেজার শহিদুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন উইনরক জেলা ব্যবস্থাপক শংকর বিশ^াস। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড ইউপি সদস্য দিলিপ কুমার সানা ও চাষী অমল মন্ডল। অনুষ্ঠানে টিএমএসএস স্টাফদের মধ্যে এইও সোহেল রানা, এএফএফ ব্রজেন দাশ, তপন মহলদার, জোবায়ের হাসান ও শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। সেফটি প্রজেক্ট প্রতি শতকে ৪ কেজি গলদা ও ৪ কেজি সাদা মাছ উৎপাদনের লক্ষ্যে নড়েরাবাদে কাজ করছে। চাষী অমল মন্ডল ২৬ শতক জমিতে আধা নিবিড় গলদা চাষ পদ্ধতিতে গলদা মাছের চাষ করেন। তার সর্বমোট খরচ হয়েছে ৩২ হাজার ১ শ’ টাকা। মাছ বিক্রয় হয়েছে ৬৯ হাজার ৫০০ টাকা। লাভ এসেছে ৩৭ হাজার ৪০০ টাকা। চাষী অমল তার এই লাভে খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন।