আপডেট ।। কালিগঞ্জে উপজেলার চম্পাফুলে বজ্রপাতে দুই স্কুল ছাত্রী নিহত
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল বাজার এলাকায় বজ্রপাতে ৮ম শ্রেণীর দুই স্কুল ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে একই ক্লাসের আরো দুই স্কুল ছাত্রী।
নিহত বিলকীস খাতুন (১৪) । সে কালিগঞ্জের সাইহাটি গ্রামের বিল্লাল খার মেয়ে। ও সাতক্ষীরা সদরে নিয়ে যাওয়ার পথে ময়না খাতুন (১৪) মারা যান। সে চম্পাফুল গ্রামের আকবর শেখের মেয়ে।
আহতরা হলো- বালাপোতা গ্রামের রহিম শেখের মেয়ে রুবিনা (১৩) ও একই উপজেলার তেঁতুলিয়া গ্রামের হায়দার আলীর মেয়ে সাথি (১৪)। এরা সবাই চম্পাফুল হাইস্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী।
কালিগঞ্জ থানার ওসি হাসান হাফিজুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে তারা চার বান্ধবি একসাথে স্কুলে প্রাইভেট পড়তে যাচ্ছিলো। তারা চম্পাফুল বাজার এলাকায় পৌছালে বিকট শব্দে বজ্রপাত ঘটে। এতে ৪ জন আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে পাশ্ববর্তী আশাশুনি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্য্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বিলকীস খাতুনকে মৃত ঘোষণা করেন। বাকী তিন জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থান্তর হয়েছে। তাদের অবস্থাও আশংকাজনক বলে জানাগেছে।