অবশেষে আসছে আরজু-পরীর ‘আমার প্রেম আমার প্রিয়া’
বেশ কয়েকবার মুক্তির তারিখ পিছিয়ে শেষপর্যন্ত আগামী ৫ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে পরীমনি অভিনীত ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিটি। গেল ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে আর সেটি আলোর মুখ দেখেনি। তবে পরিচালক শামীমুল ইসলাম শামীম জানিয়েছেন ৫ অক্টোবরই মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। এতে পরীর বিপরীতে দেখা যাবে কায়েস আরজুকে।
পরিচালক শামীমুল ইসলাম শামীম বলেন, ‘আগামী ৫ অক্টোবর আমরা ছবিটি মুক্তি দেব। সেজন্য প্রযোজক সমিতিতে নিবন্ধন করিয়েছি। এরই মধ্যে ছবির প্রচারণা শুরু করেছি। আশা করি সারা দেশে ছবিটি মুক্তি দিতে পারব।’
শামীম আরও বলেন, ‘ইদানীং আমাদের দেশের ছবিতে বিদেশি গল্পের ছবি দেখে দর্শক বিরক্ত। যারা গঠনমূলক আলোচনা করেন তারা মৌলিক গল্পের বাংলাদেশি চলচ্চিত্র নির্মাণ করার পরামর্শ দেন। আমার ছবির গল্প একেবারেই মৌলিক। যে কারণে ছবিটি সবাইকে দেখার জন্য অনুরোধ করব।’
ওয়ানস্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে, মোজাম্মেল হক খানের প্রযোজনায় ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে পরীমনি, কায়েস আরজু ছাড়া আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা, ডন প্রমুখ।