অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান
আগামী অক্টোবরে চারটি টি-টুয়েন্টি ও ১টি ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান নারী ক্রিকেট দল।
সালমা-জাহানারাদের বিপক্ষে সিরিজটি হবে অক্টোবরের শুরুতেই।
পাকিস্তান ক্রিকেট বোর্ড মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
নভেম্বরে অনুষ্ঠিত হবে টি-টুয়েন্টি বিশ্বাকাপ। আর এই বিশ্বকাপকে সামনে রেখে এখন জোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে সিরিজটিও টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ।
১ অক্টোবর দুই দলের প্রথম টি-টুয়েন্টি ম্যাচ। দ্বিতীয় ও তৃতীয় টি-টুয়েন্টি ৩ ও ৪ অক্টোবর। ৬ অক্টোবর শেষ টি-টুয়েন্টি ম্যাচ। একমাত্র ওয়ানডেটি ৮ অক্টোবর। ম্যাচগুলোর ভেন্যু হিসেবে খুলনার কথা উল্লেখ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
টি-টুয়েন্টি বিশ্বকাপে বেশ কঠিন পরীক্ষাই দিতে হবে বাংলাদেশকে। টাইগ্রেসরা খেলবে ‘এ’ গ্রুপে। তাদের সঙ্গী ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ
Please follow and like us: