অসহায় ও অসুস্থ শিল্পীর তালিকা তৈরি করছেন জি.এম সৈকত
সাতক্ষীরা জেলার সব উপজেলা ও ইউনিয়নে সকল অসহায় ও অসুস্থ শিল্পীদের তালিকা তৈরি করছেন সাতক্ষীরার সন্তান, শিল্পী ঐক্যজোটের সাধারণ সম্পাদক নাট্যনির্মাতা জি.এম সৈকত।
সৈকত জানান, সাতক্ষীরা আমার জন্মভূমি। সৃষ্টিকর্তার রহমত আর সবার দোয়ায় টেলিভিশন মিডিয়ায় সুনামের সহিত কাজ করছি। যেহেতু আমি একজন শিল্পীমনা মানুষ, তাই নিজ জেলার সাংস্কৃতিক অঙ্গঁনের শিল্পীদের জন্য আমারদায়িত্ববোধের জায়গা থেকে এই উদ্দোগটি গ্রহণ করেছি। তালিকার পরবর্তীতে আমরা জেলার প্রশাসন, জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবানদের সহযোগিতায় শিল্পীদের কল্যাণে একসাথে কাজ করবো। এছাড়া সাতক্ষীরা জেলা থেকে প্রতিভাবান শিল্পীদের জাতীয় পর্যায়ে কাজ করানোর প্রচেষ্টা অব্যাহত থাকবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
Please follow and like us: