বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন কেবিএ কলেজের শিক্ষক-কর্মচারীরা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার ঘোষনানুযায়ী সম্প্রতি সরকারি হওয়া দেবহাটার ঐতিহ্যবাহী খানবাহাদুর আহছান উল্লা কলেজের শিক্ষক-কর্মচারি পরিষদের নেতৃবৃন্দরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌছে বঙ্গবন্ধুর মাজারে ফুলেল শ্রদ্ধা জানিয়ে মাজার জিয়ারত ও মোনাজাতে আংশ নেন শিক্ষক-কর্মচারি পরিষদের নেতৃবৃন্দরা । এসময় কলেজ অধ্যক্ষ রিয়াজুল ইসলাম ও উপাধ্যক্ষ আব্দুল মজিদের নেতৃত্বে ৭৬ জন শিক্ষক-কর্মচারি উপস্থিত ছিলেন। পরে শিক্ষক-কর্মচারি পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করা হয়।
Please follow and like us: