কলারোয়ার ধানঘরা গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন
কলারোয়ার ধানঘরা গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ধানঘরা মাদ্রাসা সম্মেলন কক্ষে এ বিদ্যুতায়নের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস। সূত্র জানায়, ধানঘরা গ্রামের ৯২ টি পরিবার নতুন এই বিদ্যুতায়নের সুবিধা পাচ্ছে। মোট ১.৮২২ কি.মি. এই বিদ্যুতায়নে ব্যয় হয়েছে ১৮ লাখ ২২ হাজার টাকা। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাইফুল্যাহ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রামপ্রসাদ দত্ত, ইউপি সদস্য হাফিজুর রহমান, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির বিজিএম টেকনিশিয়ান গোবিন্দ আগারওয়াল, এজিএম আবু বক্কার সিদ্দিক, জুনিয়র ইঞ্জিনিয়ার রাসেল কবির, ইসি সাইদুল ইসলাম, ওয়ারিং পরিদর্শক আনোয়ার হোসেন, কাজীরহাট ইনচার্জ জাহিদুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইব্রাহিম খান, মাদরাসা সুপার মাওলানা মতিয়ার রহমান, কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা করেন মাওলানা আমিনুল ইসলাম।