সাতক্ষীরায় যুদ্ধাপরাধী মামলার স্বাক্ষীদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকির অভিযোগ
সাতক্ষীরায় যুদ্ধাপরাধী মামলার স্বাক্ষীদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকির অভিযোগ উঠেছে। নিরাপত্তা ও বিচার চেয়ে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায় যে, সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের কাথন্ডা গ্রামের মৃত ফেরাজ উদ্দন গাইনের ছেলে বীর মুক্তিযোদ্ধা মো. ইমান আলী গাইন সাতক্ষীরার বহুল আলোচিত কুখ্যাত রাজাকার শিরোমনি মাওলানা আব্দুল খালেক মন্ডল ওরফে কসাই খালেক ও জহিরুল ইসলাম ওরফে টিক্কা খানের যুদ্ধাপরাধী মামলার সাক্ষী। যুদ্ধাপরাধী মামলার স্বাক্ষী হওয়ার কারনে বৈকারী ইউনিয়নের কয়ারপাড়া গ্রামের মৃত জসিম উদ্দীন সরদারের ছেলে মো. আবুল কালাম আবুল প্রকাশ্যে হুমকি ও ভয়ভীতি করে এবং বলে মাওলানা সাহেব ও জহিরুল চাচার বিরুদ্ধে যারা সাক্ষী দেবে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তাদের হাত পা কেটে ফেলবো এবং যে মুখ দিয়ে সাক্ষী দেবে তাদের জিহ্বা কেটে ফেলবো এলাকা ছাড়া করবে বলে হুমকি দিচ্ছে। আমি নিরুপায় হয়ে ঐ মামলার সাক্ষীদের সাথে আলোচনা করে সাক্ষী দেওয়ার স্বার্থে ও নিরাপত্তার জন্য জেলা পুলিশ সুপার ও সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করেছি। আমি ও আমার পরিবার ও অন্যান্য সাক্ষীরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি দোষী ব্যক্তিদের গ্রেফতারের অভিযান চলছে। অভিযুক্ত দোষীদের দ্রুত গ্রেফতার করা হবে। এব্যাপারে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযুদ্ধের স্বপক্ষের জনতা ও সচেতন মহল কুখ্যাত রাজাকার যুদ্ধাপরাধীর সহায়তাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্ট্রান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে এবং জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।