মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন-এমপি রবি
সাতক্ষীরা সদরের মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের (চারতলা ভিত বিশিষ্ট) চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (০৫ সেপ্টেম্বর) সকালে সদরের মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাজাহান আলী’র সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন,‘ আমি চাই আমার এলাকার উন্নয়ন। রাস্তা-ঘাট, বিদ্যুৎ, ব্রিজ কালভাট ও স্কুল কলেজের বিল্ডিং হলে আমি তৃপ্তি পাই। মাছখোলার রাস্তাটি এতদিন হওয়ার কথা। শুধু এলজিইডি’র কর্মকর্তাদের ধীরগতি ও গাফিলতির কারণে রাস্তাটি এখনও হয়নি। এই রাস্তা না হওয়া পর্যন্ত আমি এলাকাবাসীর কাছ থেকে ফুল নেবনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা শিক্ষার মান উন্নয়ন ও প্রসার ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে তিনি অবিভাবকদের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, সাতক্ষীরা সদর উপজেলার শতভাগ বিদ্যুতায়ণ শুধু সময়ের ব্যাপার। যে সকল রাস্তা ঘাট চলাচলের অনুপযোগি আছে তার কাজ দ্রুত শুরু করা হবে। সাতক্ষীরা সদর উপজেলায় কোন জরাজীর্ণ রাস্তা ঘাট থাকবেনা।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আবু জায়েদ বিন গফুর, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আমিনুর রশিদ, মাছখোলা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মশিউর রহমান প্রমুখ। নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে (চারতলা ভিত বিশিষ্ট) চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী ও স্থানীয় দলীয় এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক আশরাফুজ্জামান খোকন।