বিয়ে নিয়ে প্রশ্ন, মজার ছলে সালমানের উত্তর!
বলিউডে মোস্ট এলিজেবল ব্যাচেলর খ্যাত অভিনেতা সালমান খান। তার ভক্তদের একটাই প্রশ্ন সবসময় মনে উঁকি দেয়, কবে তাদের প্রিয় নায়কটি বিয়ে করবেন? আর এবার সেই প্রশ্নেরই সম্মুখীন হলেন এই অভিনতো।
মঙ্গলবার ভারতের গোয়ায় বিগ বস ১২ এর উদ্বোধন অনুষ্ঠানে সালমান খান কবে বিয়ে করবেন এমন প্রশ্ন করা হয়। উত্তরে সালমান খান প্রশ্নটি কখনো তার পিছু ছাড়বে না বলে মন্তব্য করে নায়ক হেসে ফেলেন।
কিছুটা মজার ছলে বলিউড ভাইজান উত্তর দেন, এই প্রশ্নটা আমায় যারা দীর্ঘ বছর ধরে করে আসছেন তাদের প্রায় সকলেই বিয়ে করে নিজের জীবন বরবাদ করে ফেলেছেন। সালমানের এমন উত্তরে উপস্থিত সকলেই হাসিতে ফেটে পড়েন।
প্রতি বছরের ন্যায় এ বছরেও ভারতের টিভি পর্দায় ফিরছে জনপ্রিয় ও বিতর্কিত এই টিভি শোটি। এর সঞ্চালক ভূমিকায় থাকছেন সালমান খান। তবে বিগ বস ১২তে দীপিকা কক্করকে দেখা যাবে বলেও শোনা যাচ্ছে।