স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে হাসপাতালে ভর্তি হলো বীর মুক্তিযোদ্ধার জামাই
কলারোয়ায় স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হলো বীর মুক্তিযোদ্ধার জামাই। ঘটনাটি ঘটেছে-উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাদপুরে গ্রামে।
মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধার জামাই জাকির হোসেন জানান-গত ২তারিখ রাত ১০টার দিকে একই গ্রামের মাদকসেবী মিন্টু তার স্ত্রী আছিয়া খাতুনকে বেধড়ক মারপিট করে। নিজের জীবন বাঁচারে বাঁচাও বাঁচাও চিৎকার করে ছুটে আসে বীর মুক্তিযোদ্ধার জামাইয়ের বাড়িতে। পরে জামাই জাকির হোসেন বিষয়টি শুনতে এগিয়ে আসলে মাদক সেবী মিন্টু ও রুবেল তাকে ধরে মারপিট করে আহত করে। এ সময় রুবেল টর্চ লাইট দিয়ে জাকির হোসেনের কপালে আঘাত করে। সাথে সাথে রক্তাক্ত জখম অবস্থায় মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে এলাকাবাসী উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করে। এঘটনায় কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।