ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পল্লী উন্নয়ন প্রকল্প সাতক্ষীরা শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় হলরুমে আলাচনা সভা শেষে স্কুল প্রাঙ্গনে আমের চারা রোপন করার মধ্য দিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার অপারেশন) মো. ছবিউল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর সভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প কর্মকর্তা মো. ইয়াকুব আলী। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রকল্প কর্মকর্তা আব্দুল আজিজ, ছুরমান আলী,ফিল্ড অফিসার খোদাবক্স, জিল্লুর রহমান, জাহাঙ্গীর আলম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্প কর্মকর্তা আব্দুস সবুর। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশের প্রত্যেকটি মানুষ একটি করে গাছ লাগালে দেশ সবুজ শ্যামলে ভরেই যাবে । গাছ লাগালে আল্লার নিয়ামত পাওয়া যাবে। গাছ পরিচর্যা করলে গাছও সেই ব্যক্তির জন্য দোয়া করবে। ইল্লেখ্য বর্তমান সরকারের সিদ্ধান্ত মোতাবেক সারাদেশে বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে ইসলামী ব্যাংক সাতক্ষীরাতে ৫ হাজার বৃক্ষ রোপন উদ্বোধন করেন।