জেলা শিক্ষক সমিতির কমিটি গঠনে সদরের প্রতিনিধি নির্বাচন সম্পন্ন
বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার কমিটি গঠনের লক্ষে সদর উপজেলা থেকে প্রতিনিধি প্রেরণের ডেলিগেট সম্মেলন-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা পিএন হাইস্কুল এণ্ড কলেজ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রেজাউল ইসলাম। প্রতি স্কুলের ৫ জনের বিপরীতে ১জন ডেলিগেট নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উৎসবমূখর সম্মেলনে ডেলিগেটরা প্রত্যেকে লিখিতভাবে তাদের পছন্দের প্রতিনিধির নাম লিখে দেন। ৮জন প্রতিনিধির বিপরীতে অংশ নেন ১৮জন। ১২২জন ডেলিগেট তাদের মতামত প্রকাশ করেন। এতে সাতক্ষীরা সদর থেকে নির্বাচিত হয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার কমিটিতে যাচ্ছেন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, মাগফুর রহমান, মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারি শিক্ষক নজিবুল ইসলাম, আব্দুল্লাহ, সিরাজুল ইসলাম ও আবুল বাসার ওরফে পল্টু বাসার।
প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণকারী প্রধান শিক্ষকরা হলেন আব্দুর রাজ্জাক, মাগফুর রহমান, মিজানুর রহমান, সিদ্দিকুর রহমান, শফিকুল ইসলাম মাখনলাল বিশ্বাস। সহকারী প্রধান শিক্ষকরা হলেন, শফিকুল ইসলাম ও লিয়াকত আলী। সহকারী শিক্ষকরা হলেন আব্দুল্লাহ, আব্দুল মালেক, নজিবুল ইসলাম, সিরাজুল ইসলাম, আবুল বাসার পল্টু, মফিজুল ইসলাম, হাবিবুর রহমান, মুজিবুর রহমান, নূরুল ইসলাম ও সুরাইয়া পারভীন। নির্বাচনে সর্বোচ্চ ৮৭ ভোট পেয়েছেন নজিবুল ইসলাম। নির্বাচন পরিচালনা করেন সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক বিএম শামছুল হক, প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল, আব্দুল লতিফ, এজাজ আহমেদ, এমাদুল ইসলাম, শাহাজান আলী প্রমুখ। প্রসঙ্গত সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে জেলা শিক্ষক সমিতির সদস্য।