আমরা ভাবছি কী করা যায়: ফখরুল
প্রধানমন্ত্রী আমাদের সব দাবিই অতীতের মতো নাকচ করে দিয়েছেন। রাজনীতিতে শেষ বলে যেহেতু কোন কথা নেই- সেহেতু এখন আমরা কী করবো, সেটা নিয়ে নতুনভাবে ভাবনা চিন্তা করছি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার গণভবনের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
ফখরুল বলেন, আসল ব্যাপার হচ্ছে আপনি সমস্যা সমাধান করতে চান কিনা, আপনি বাংলাদেশকে কিভাবে দেখতে চান, এটাকে কি একটি একদলীয় রাষ্ট্র হিসেবে দেখতে চান, নাকি দেখতে চান কর্তৃত্ববাদী রাষ্ট্র হিসেবে। সেটা হচ্ছে মূল কথা। সংবিধান তো আর কোন বাইবেল বা কোরআন নয়। সংবিধান হচ্ছে মানুষের দ্বারা প্রণীত মানুষের জন্য রাষ্ট্র পরিচালনার একটি বিধান। সেটাকে পরিবর্তন করা, সংশোধন করা তো সবসময়ই সম্ভব।
বিএনপি মহাসচিব আরো বলেন, সর্বক্ষেত্রে ব্যর্থ সরকার হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। তারা (সরকার) চিরদিন ক্ষমতায় থাকার স্বপ্নে বিভোর হয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভেঙে ফেলে স্বৈরতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলেছে। প্রকৃতিগতভাবে তারা এর ফলাফল একদিন পাবে বলে আমি মনে করি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার মুক্তি তার প্রাপ্য। কারণ ইতোমধ্যে হাইকোর্ট এবং আপিল বিভাগ তাকে জামিন দিয়েছেন। কিন্তু সরকারের বিভিন্ন রকমের কৌশলের সেই জামিনকে বিলম্বিত করা হচ্ছে। এই মামলা সম্পূর্ণ মিথ্যা মামলা। উনারা ওনাদের আট হাজার মামলা মাফ করে দিয়েছেন। উনার নিজের ১৫টি মামলা খারিজ হয়ে গেছে। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারা খালেদা জিয়াকে সাজা দেয়ার ব্যবস্থা করছেন।