সাতক্ষীরার ডুমুরপোতায় ফসলি জমি জবরদখল ও হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
সাতক্ষীরার ডুমুরপোতা অবৈধ ভাবে ফসলি জমি জবরদখল ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে খেড়–য়ারডাঙ্গা ও জামালনগর গ্রামের শতাধিক নারী-পুরুষের উপস্থিতিতে এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা জবেদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাংবাদিক জিএম মুজিবুর রহমান, গোপাল মন্ডল, কৃষক নেতা খায়রুল ইসলাম, আলী নেওয়াজ প্রমুখ।
বক্তারা বলেন, কেয়ারগাতি মৌজায় ১নং খতিয়ানভুক্ত ৩৬৭, ৩৭২ ও ৩৮৩ নং দাগের ৪.৩৪ একর জমির মধ্যে ১.৩৩ ও .৯৮ একর মোট ২ একর ৩১ শতক জমি সরকারি রাজস্ব দিয়ে বিধি মোতাবেক বাৎসরিক ইজারামূলে ১৯৯৩ সাল হতে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। কিন্তু সম্প্রতি এলাকার একটি চিহ্নিত মহল অবৈধ ভাবে ফসলি জমি জবরদখল ও হামলার ষড়যন্ত্র শুরু করেছে।
Please follow and like us: