বীরমুক্তিযোদ্ধা শহীদ স.ম আলাউদ্দিন হত্যার বিচার বাস্তবায়নে কর্মসূচি ঘোষণা
বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য আমাদের সংগ্রাম করতে হয়েছে। বিচারে খুনিদের ফাঁসির রায় হওয়ার পর সেই রায় কার্যকর করতেও সংগ্রাম করতে হয়েছে। সংগ্রাম করতে হয়েছে যুদ্ধাপরাধীদের বিচার ও ফাঁসির রায় কার্যকর করতে। ঠিক একইভাবে আলাউদ্দিন হত্যার বিচারের দাবীতে সাতক্ষীরা বাসী ২২ বছর ধরে অপেক্ষা করছে। প্রভাবশালী আসামীরা ন্যায় বিচার বাধাগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্র করেছে। যেকোনো এই বিচার সম্পন্ন করে আসামীদের ফাঁসির রায় নিশ্চিত করতে আরো জোরদার আন্দোলন করতে হবে।
বীরমুক্তিযোদ্ধা শহীদ স.ম আলাউদ্দিন হত্যার বিচার বাস্তবায়ন সংগ্রাম কমিটির এক সভায় কমিটির নেতৃবৃন্দ এসব কথা বলেছেন। ১ সেপ্টেম্বর ১৮ শনিবার বিকাল ৫টায় সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ স.ম আলাউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু।
সভায় বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি, জেলা জাতীয় পাটির সভাপতি শেখ আজাহার হোসেন, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, আওয়ামী লীগ নেতা আবু সাঈদ, চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, জেএসডি নেতা সুধাংশু শেখর সরকার, বাসদের এড, শেখ আজাদ হোসেন বেলাল, ওয়ার্কার্স পাটির এড. ফাহিমুল হক কিসলু, সিপিবি’র আবুল হোসেন, জাসদের প্রভাষক ইদ্রিশ আলী, গণফোরামের আলী নুর খান বাবলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, সংবাদপত্র পরিষদের আব্দুল ওয়ারেস খান চৌধুরি পল্টু, আওয়ামী লীগ নেতা শেখ হারুণ অর রশিদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের লায়লা পারভীন সেঁজুতি, আলাউদ্দিন স্মৃতি সংসদের আহবায়ক ও তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকতিয়ার হোসেন, স.ম আক্তারুল ইসলাম, বিশ্বাস আতিয়ার রহমান, সাংবাদিক গাজী শাহজাহান সিরাজ, জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের এড. আল মাহমুদ পলাশ, সম্মিলিত সামাজিক আন্দোলনের শরিফুল্লাহ কায়সার সুমন, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টন, জেলা নাগরিক অধিকার মে র হাফিজুর রহমান মাসুম প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে স.ম আলাউদ্দিন হত্যার বিচার বাস্তবায়ন সংগ্রাম কমিটির পূর্ণাঙ্গ কমিটি না হওয়া পর্যন্ত শেখ হারুণ-অর-রশিদ ও লায়লা পারভীন সেঁজুতিকে যুগ্ম সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়। এছাড়া আগামী ১২ সেপ্টেম্বর বিকাল ৫টায় পাটকেলঘাটা আলাউদ্দিন চত্বরে আলাউদ্দিন স্মৃতি সংসদ আয়োজিত সমাবেশে অংশগ্রহণ এবং ১৫ সেপ্টেম্বর সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।