এবার থেমে থাকা টাক্টরে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৫
জেলার পলাশবাড়ী উপজেলায় সড়কের পাশে থেমে থাকা টাক্টরের সঙ্গে চলন্ত বাসের সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত নয়জন।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রাইসমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে পলাশবাড়ী থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাস ‘অনাবিল পরিবহন’ যাত্রী নিয়ে দ্রুতগতিতে এসে ওই এলাকায় থেমে থাকা একটি টাক্টরকে ধাক্কা দিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই পুরুষ ও দুই মহিলা মারা যান। পরে হাসপাতালে একটি শিশু মারা যায়।
এর আগে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় বাসের ধাক্কার ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনে, তা আবারও খবরের শিরোনোমে উঠে এসেছে ।
চোখের পলকে ঘটে যাওয়া হৃদয় বিদারক এক দুর্ঘটনা ধরা পড়ে ওই ভিডিও-তে, আর ঘটনাটি বিস্মিত ও আতঙ্কিত করেছে তাদের সবাইকে যারা এটি দেখেছেন।
হৃদয় নাড়া দেয়া ওই ভিডিও-তে একটি বাসের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়তে দেখা যায় একটি শিশুকে।
পরে সেই শিশুটিকে আর বাঁচানো যায়নি। বৃহস্পতিবার ভোরে ঢাকার একটি হাসপাতালে মারা গেছে আট মাসের শিশুটিকে।