আশাশুনির যত্রতত্র সড়কে বালি কাঠ ফেলান ও ইটভাঙ্গার মহোৎসব
আশাশুনি উপজেলার বিভিন্ন স্থানে সড়ক দখলে নিয়ে বালি, কাঠ ফেলান এবং ইট ভাঙ্গার মহোৎসবে জন ভোগান্তি চরম আকার ধারণ করেছে।
উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসহ ছোটখাট সড়কগুলোতে এখন ভারি, মাঝারি ও ছোটখাট যানবাহন চলাচল করে থাকে। জরুরী ও ছোটখাট সড়কসহ হাটাবাজার ও জনবহুল স্থানে সড়ক দখলে নিয়ে বালি ও কাঠ ফেলে রাখা হয়। এছাড়া যত্রতত্র সড়কের উপর ইটভাঙ্গা মেশিন দাড় করিয়ে ইটভাঙ্গা হয়ে থাকে। ফলে সড়কগুলোতে যানবাহন চলাচল ও পথচারীদের যাতয়াত কষ্ট সাধ্য হয়ে উঠেছে। এজন্য সড়কে যানজটের পাশাপাশি সড়ক দুর্ঘটনা ঘটে চলেছে। এব্যাপারে প্রতিবাদ করলেও কোন ফল হয়না। বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোসাদ্দেক বলেন, বুধহাটা বাজারে মেইন সড়ক দখল নিয়ে ইটভাঙ্গা মেশিনে ইটভাংতে নিষেধ করার পরও তারা শোনেনি। এছাড়া বাজারের মধ্যেও অবৈধ ভাবে সড়ক দখলে নিয়ে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। নিষেধ করার সাথে সাথে উপজেলা প্রশাসনকে অবহিত করা হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা কিংবা পত্রপত্রিকায় নিউজ করা হলেও তেমন প্রতিকার দেখা যায়নি। এব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।