ভাষা সৈনিক শেখ আমানুল্লাহ’র ৫ম মৃত্যুবার্ষিকী আজ
ভাষা সৈনিক আলহাজ্ব শেখ আমানুল্লাহ’র ৫ম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। মৃত্যুবার্ষিকীর এই দিনে মরহুমের সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে বলে জানা গেছে। প্রয়াত শেখ আমানুল্লাহ’র গ্রামের বাড়ি কলারোয়ার ঝাঁপাঘাট গ্রামে। তিনি কলারোয়া উপজেলার মধ্যে একমাত্র ভাষা সৈনিক ছিলেন। ৫ম এ মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা কলেজ শিক্ষক সমিতি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, কলারোয়া পাবলিক ইন্সটিটিউট বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান জানান, কর্মসূচির মধ্যে রয়েছে: আজ শুক্রবার সকাল ৯ টায় মরহুমের নিজ গ্রাম ঝাঁপাঘাটের সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ ও ফাতেহা পাঠ। অনুষ্ঠানে সকলকে শরিক থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষক নেতা আমানুল্লাহ আমান। উল্লেখ্য, ২০১৩ সালের ৩১ আগস্ট ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন বরেণ্য ভাষা সৈনিক ও শিক্ষক নেতা আলহাজ্ব শেখ আমানুল্লাহ।