জনগণের ভাগ্য উন্নয়নে সম্মত হাসিনা-মোদি
নিজ নিজ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে একত্রে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার চতুর্থ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে উভয় নেতা একমত প্রকাশ করেন।
স্থানীয় হোটেল সোয়ালটী ক্রাউন প্লাজায় বিকেলে বৈঠকের পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম দুই নেতাকে উদ্ধৃত করে সাংবাদিকদের জানান, ‘তারা বলেছেন— আমরা আমাদের দু’দেশের জনগণের ভাগ্য পরিবর্তনে একত্রে কাজ অব্যাহত রাখতে চাই।’
বিমসটেক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের পর এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রেসসচিব বলেন, ‘মুক্তিযুদ্ধে সমর্থনের পাশাপাশি দেশের উন্নয়নে সহযোগিতা করায় শেখ হাসিনা, ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমরা বন্ধুত্ব নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।’
দুই নেতা সাত-জাতি গ্রুপের ভবিষ্যৎ নিয়েও উচ্চাশা প্রকাশ করেন। প্রেস সচিব তাদের উদ্ধৃত করে করে আরো জানান, ‘তারা বলেছেন— আমাদের পারস্পরি
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান ও পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বৈঠকে উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় হায়াত রিজেন্সি হোটেলে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দেয়া নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও অন্যান্য বিমসটেক নেতারা যোগ দেন।
ক সহযোগিতা অব্যাহত রাখতে চাই এবং এতে বিমসটেকের সব সদস্য দেশ লাভবান হবে।’