সাতানী ভাদড়া প্রাইমারি স্কুলে এসএমসি সদস্যদের প্রশিক্ষণ সম্পন্ন
সাতক্ষীরা সদর উপজেলার সাতানী ভাদড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ম্যানেজমেন্ট কমিটির (এসএমসি) সদস্যদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগীটায় দিন ব্যাপী একীভূত শিক্ষা ও শিশু বান্ধব পরিবেশ গঠনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মো. আজিজার রহমান, মোছা. মনজুরা খানম ইতি, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজর সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওবায়দুল্লাহ, মো. সিরাজুল ইসলাম সহ সকল সিএমসি সদস্যবৃন্দ। প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার মো. আবুল হোসেন। এসময় সহায়ক হিসেবে সেশন পরিচালনায় সহযোগীতা করেন, ইয়ুথ ভলান্টিয়ার শারমিন আরা পারভিন।
Please follow and like us: