সাতক্ষীরায় উন্নয়নের জন্য যোগাযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সাতক্ষীরা উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে যোগাযোগ ও কৌশল বাস্তবায়ন ও পরিবীক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার সময় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মন্তোষ কুমার দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মহিউদ্দিন । কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা আফরোজ ,দোহাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার রায় ,পাঁচরোখী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পঙ্কজ কুমার রায় ,লাবসা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজপিয়ারি খাতুন ,জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিনা শবনব ,ম্যনেজিং কমিটির সদস্য মহছেনা খাতুন , সাংবাদিক বরুণ ব্যানার্জী ,সাংবাদিক আছাদুল ইসলাম ,সাংবাদিক মাহফুজ এবং বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি ও অভিভাবক বৃন্দসহ ৪৫ জন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এ সময় উন্নয়নের জন্য যোগাযোগের উদ্দেশ্য,লক্ষ্য বাস্তবায়ন ও কৌশলগত দিক সম্পর্কে কর্মশালা অনুষ্ঠানে প্রশিক্ষণ দেন সহকারী জেলা শিক্ষা অফিসার বাবুল আক্তার। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষা অফিসার সন্দীপ রায়।