বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পৌর আওয়ামীলীগের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অুনষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের আয়োজনে সদর উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশির পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ওসমান গনি, ত্রাণ বিষয়ক সম্পাদক অ্যাড. আজহারুল ইসলাম, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অ্যাড. অনিত মুখার্জী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, জেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি অ্যাড. আল মাহমুদ পলাশ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল আনিস খান চৌধুরী বকুল, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা। এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি তায়ফুল ইসলাম, সহ-সভাপতি আজগার আলী সরদার, আব্দুস সোবহান, মিজানুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, শ্রম সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, কৃষি বিষয়ক সম্পাদক অ্যাড. শাহেদ, সদস্য সুবর খান, আব্দুল মুজিদ, নুর মনোয়ার, আশরাফুল কবির খোকন, জুলফিকার আলী ভুট্টো, মহিদুল ইসলাম, আব্দুল করিম, আবু মুছা, আমজাদ হোসেন লাভলু, আজিম খান শুভ, শেখ রেজাউল হক, ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ২নং ওয়ার্ডের সভাপতি আব্দুস সামাদ, ৩নং ওয়ার্ডের আব্দুল আজিজ, শহিদুল ইসলাম পুটে, কবিরুল ইসলাম, ৬নং ওয়ার্ডের রাফিনুর, কোরবান, মজিবর, রোকেয়া বেগম, আব্দুর রহমান, ডা: বিকাশ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন হিমালয়েরমত মানুষ। বঙ্গবন্ধু এদেশের মাটি ও মানুষের জন্য আজীবন লড়াই করে গেছেন। তিনি চেয়েছিলেন বাংলাদেশ হবে একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখি সমৃদ্ধ সোনার বাংলা। যে দেশে থাকবেনা কোনো হানাহানি, মারামারি, সকলেই পারস্পারিক সুসম্পর্ক বজায় রেখে বসবাস করবে। কিন্তু এদেশেরই একটি কুচক্রী মহল তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য বঙ্গবন্ধু সহ স্বপরিবারে হত্যা করেছিল। বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে। যারা এখনও দেশের বাইরে আছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে। যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার খুব দ্রুত হবে। বক্তারা আরো বলেন, আওয়ামীলীগের সরকার জনগনের সরকার। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশের মানুষ অনেক কিছু পায়। শেখ হাসিনা সরকার মানেই জনগনের সরকার, উন্নয়নের সরকার। আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় যাকে নৌকা প্রতিকে মনোনয়ন দেওয়া হবে সকল ভেদাভেদ ভুলে তার পক্ষে কাজ করে নৌকা প্রতিককে বিজয়ী করে শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে হবে।