দেবহাটায় ২৪ ঘণ্টা টিভির নামে চাঁদাবাজি কালে জনতার হাতে আটক
দেবহাটায় ২৪ ঘণ্টা টিভির ফটো সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি কালে জনতার হাতে আটক হয়েছে রায়হানুল ইসলাম নামের এক যুবক। পরে হাতে-পায়ে ধরে ক্ষমা চেয়ে এ যাত্রার মত রেহাই পেয়েছে সে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার নওয়াপাড়া ডায়মন্ড ক্লাবের সামনে। আটক কৃত যুবক নওয়াপাড়া গ্রামের মফিজুল ইসলামের পুত্র। জানাযায়, স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাছেদ গাজী ও সাইফুল ইসলামের নামে সম্প্রতি ফেসবুকে স্ট্যাটাস দেয়। পরে ২৪ ঘণ্টা টিভিতে সংবাদ প্রকাশ করার হুমকি দিয়ে চাঁদা দাবি করে। তখন স্থানীয়রা তাকে আটক করে চারিদিকে খোজ খবর নিয়ে জানতে পারে সে ২৪ ঘন্টা টিভির কোন প্রতিনিধি না। পরে মুচলেকা দিয়ে তার পরিবার তাকে নিয়ে যায়। উল্লেখ্য এর আগেও রায়হানুল ইসলাম দুই বার পুলিশের হাতে আটক হয়। এব্যাপারে ২৪ ঘণ্টা টিভির পরিচালক জাঁকির হোসেন জানান, রায়হানুল ইসলাম নামে আমাদের কোন প্রতিনিধি নেই। যদি কেউ আমাদের প্রতিনিধি পরিচয় দিয়ে চাঁদাবাজি করে তাহলে তাকে স্থানীয় প্রশাসনের হাতে তুলে দেওয়ার অনুরোধ করছি।