তালায় সামাজিক সম্প্রীত প্রতিষ্ঠা ও জঙ্গিবাদ নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরার তালা উপজেলার সুভাষিণী মাধ্যমিক বিদ্যালয়ে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা ও জঙ্গিবাদ নিরসনে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সুভাষিণী মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর আয়োজনে এবং ইউএনইউমেন এর সহায়তায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুভাষিণী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী প্রোগ্রাম অর্গানাইজার মোরশেদা আক্তারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অত্র স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিমল কান্তি ঘোষ, সহকারী শিক্ষক মোঃ আব্দুল হান্নান, আব্দুস সেলিম, যগের যাত্রী সংস্থার পরিচালক মোঃ ইমদাদুল হক প্রমুখ।
Please follow and like us: