চেতনায় চিরঞ্জীব বঙ্গবন্ধু শেখ মুজিব তোমার অবদান বাংলার মানুষ কোনদিন ভুলবেনা-ড. ইউসুফ আব্দুল্লাহ
চেতনায় চিরঞ্জীব বঙ্গবন্ধু শেখ মুজিব তোমার অবদান বাংলার মানুষ কোনদিন ভুলবেনা” বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল এদেশের মানুষের ঘাতক দালালের হাত থেকে মুক্ত করার জন্য। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ নামের একটি দেশ সৃষ্টি হয়েছিল। ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করলেও তার স্বপ্নগুলো আজো জাগ্রত। আর তার অসামপ্ত স্বপ্ন গুলো সমাপ্ত করার জন্য এবং দেশ উন্নয়নের জন্য বঙ্গবন্ধু কন্যা দেশ নেত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে চলেছেন দেবহাটার কুলিয়ায় লাইফ এন্ড হোপ ফ্রি হেলথ কেয়ার সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন,নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার ভাইস-চ্যান্সেলর ড. আবু ইউসুফ আব্দুল্লাহ। বৃহস্পতিবার বেলা ১১ টায় কুলিয়া ক্লাব ইবনে মালেক (রাঃ) মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের উপদেষ্টা নুরুল মোমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোশারফ হোসেন মশু, স্বাধীনতা শিক্ষা পরিষদের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক আফছার উদ্দীন,জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ হোসেন শেলী,সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার আমজাদ হোসেন,জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার সভাপতি আবু রায়হান টিটো প্রমুখ। এছাড়া এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যাপ্তিবর্গ সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।